1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয় পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড  উওরাস্হ বগুড়া সোসাইটির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে বেঞ্চে বসা নিয়ে তর্কের জেরে মাদ্রাসার ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী কর্তৃক পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে গুরুত আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – ওই মাদরাসার দশম শ্রেণীর ছাত্র মো. নাজিম উদ্দিন, মো. রিফাত, মো.রাশিদুল, মো. মুহি উদ্দিন, মো. লিয়ন ও মো. রিফাত-২।

অভিযুক্ত শিক্ষার্থী একই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র উপজেলার সাতখামাইর গ্রামের মো. শাজাহান ভূইয়ার ছেলে মো. সিয়াম হাসান (১৫)।

গুরুতর আহত নাজিম,রিফাত ও মহি উদ্দিনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার নবম ও দশম শ্রেণীর পরীক্ষা চলাকালে হলে বাসা নিয়ে অভিযুক্ত সিয়ামের সাথে দশম শ্রেণীর ছাত্রদের কথা কাটাকাটি হয়। সেদিন পরীক্ষা শেষে উপস্থিত শিক্ষকগন তাদের মধ্যে সমঝোতা করে দেন। এরপর ছাত্ররা যে যার মতো চলে যায়। বৃহস্পতিবারের পরীক্ষা শেষে দশম শ্রেণীর ছাত্ররা বেব হয়ে এতিম খানার পেছনে যাওয়া মাত্রই সিয়াম অতর্কিত ভাবে ছাত্রদের উপর ছুড়ি নিয়ে হামলা চালায়। এতে ওই ৫ ছাত্র আহত হয়। পরে ছাত্র ও শিক্ষকগন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুত্বর আহত তিনজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতদের মধ্যে রিফাত হোসেন নামের একজন বলেন, বুধবার মাদ্রাসায় পরিক্ষা চলছিল। এ সময় বেঞ্চে বসা নিয়ে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র সিয়ামের সঙ্গে মহিনের কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই সিরাম তার প্যান্টের পকেটে থাকা ধারালো ছুরি বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এসময় যাঁরা এগিয়ে আসেন তাদের সবাইকে ছুরিকাঘাত করে সে। এতে ৫জন আহত হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আহতদের ছাত্রদের খোঁজ খবর নিতে যাই। মাদ্রাসার গভর্নিং বডির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাসরিন জামান বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়।তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথায় ও অপর একজনের বুকের আঘাত মারাত্মক। ধারালো অস্ত্রের আঘাতে আঘাত রয়েছে। আমরা তাদেরকে সদরে রেফার্ড করেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সাংবাদিক কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা চলছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও আহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট