
কলমকে কি জবাব দেম ,
তাছলিমা আক্তার মুক্তা
যে কলমটার শক্তি ছিলো
ন্যায়ের পথে চলার ,
যে কলমটার সাহস ছিলো
সত্যি কথা বলার ।
আজকে আমার সেই কলমটা
বাগ রূদ্ধ হয়ে গেছে ,
মানুষ রূপি অমানুষের পায়ে
সত্য গেছে পিষে ।
কলম আমার বলবে না কথা
শোনবে না কারো চিৎকার ,
শয়তানের হটকারিতায় আর
কখনো দিবেনা দীক্কার ।
শয়তান আজ হার মেনেছে
মানুষের শয়তানির কাছে ,
যখন থেকে মুসলিম জাতি
লেগে গেছে মুসলিমের পাছে ।
ক্ষমতার লড়াইয়ে ঝাপিয়ে পড়েছে
মুসলমান জাতি যেই ।
সত্যেরবীজ পৃথিবীর কোষাগারে
আর কোথাও বেঁচে নেই ।
বিলীন হয়েছে সত্য সততা
মরে গেছে দেশপ্রেম ,
বসে বসে শুধু একথাই ভাবি
কলমকে কি জবাব দেম।