
স্রষ্টার অগ্নি, সৃষ্টির জাগরণ
মোঃ আবুল কালাম আজাদ
সৃষ্টির অন্ধকার ঘরে আজ জ্বলে ওঠে আলো—হে স্রষ্টা, তোমার প্রথম নিঃশ্বাসেই আমার অস্তিত্বের কম্পন।
তোমার দৃষ্টির আগুনে জন্ম নেয় ঝড়; আর সেই ঝড়েই আমি লিখি নিজের নাম অনন্ত সৃষ্টির পাতায়।
তুমি স্রষ্টা—তোমার এক ইশারায় সৃষ্টি হয় বিস্ময়, বিষাদ, বিজয়;
তোমার নীরবতার গভীরতায়ও বেজে ওঠে আমার ভাঙা হৃদয়ের প্রান্তরে দূর-দূরান্তের বজ্রধ্বনি।
তোমার শক্তিই আমার জন্ম, তোমার অগ্নিই আমার জ্বালা,
তোমার ছায়াতেই সৃষ্টি হয় আমার সমস্ত বিপ্লব—শব্দে, শ্বাসে, রক্তে, অনিবার্য আগুনে জ্বালা।
আমি সৃষ্টি—তোমার স্পর্শে জেগে উঠি জোয়ারের মতো অমোঘ বেগে,
তুমি দূরে গেলে আমি আরও তীব্র, আরও অনল, আরও প্রতিরোধ—নিজেই নিজের মহাশিখা হয়ে ওঠে।
তোমার প্রেমে আমি সৃষ্টির প্রথম আলো;
তোমার অভিমানে আমি দহন;
তোমার শক্তিতে আমি প্রলয়;
তোমার ইঙ্গিতে আমি নতুন জন্ম।
এই বন্ধন—স্রষ্টা ও সৃষ্টির আদিম শপথ,
তুমি না থাকলে আমি শূন্য, তুমি থাকলেই আমি অনন্ত।
তোমার অগ্নি—আমার অস্তিত্ব; তোমার সৃষ্টি—আমার শক্তির চূড়ান্ত ঘোষণাপত্র।