
“ফুলপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ফুলপুর থানাধীন কাজিয়াকান্দা ইন্দ্রারাপাড় এলাকায় সোমবার ২৪ নভেম্বর ২০২৫ দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ শফিক মিয়া (৩৩) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ। গ্রেফতারকৃত শফিক মিয়ার পিতা মৃত শামসু মিয়া ও মাতা মৃত কদবানু বেগম। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর এলাকার বাসিন্দা।
অভিযানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। পরে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।