
ঢাকা-৫ বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবীকে ফুলেল শুভেচ্ছা — নির্বাচনী প্রচারণায় নেতৃত্বে আজিজুর রহমান
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব নবিউল্লাহ নবীকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
সোমবার (২৪-১১-২৫) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং বিপ্লবী সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নির্দেশে ডেমরা থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজের নেতৃত্বে ঢাকা-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নবিউল্লাহ নবীকে বিজয়ের লক্ষ্যে বিস্তৃত নির্বাচনী প্রচারণা শুরু করা হয়।
নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজ বলেন—
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে যুবদল সবসময় সামনের সারিতে থাকবে।”
এ সময় ডেমরা থানার ছয়টি ওয়ার্ডের যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা করেন।