
ভোলাহাটে তারেক রহমান এর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বিএনপির নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চ্যুয়েলী প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ: সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি, এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী ও নিঃস্বার্থবাদী নেতা সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
সাবেক এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলিষ্টকণ্ঠ যুবনেতা মোঃ মুনসুর আলী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ উপজেলা বিএনপির সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার সর্বস্তরের ধানের শীষের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা শেষে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুখসমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।