1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার গোডাউনে লাগা আগুনে পুড়েছে ঝুটসহ ৩গরু! মহাসড়কে বাসে আগুন। গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট। ওসমানীনগরে কোরআন প্রতিযোগীতায় সাদাফ শাহরিয়ারের সাফল্য চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার ফুলপুরে জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ ভোলাহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস পালিত!  ২৪ তম বর্ষে পদার্পণ করলো- ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কার্তিক পুজো। “ঠেলেই বদলি হয়ে পদায়ন নিয়েছি”- পৌর নির্বাহী বদরুজ্জামান। ভালুকায় বিএনপি’র মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

যুবদল নেতার গোডাউনে লাগা আগুনে পুড়েছে ঝুটসহ ৩গরু! মহাসড়কে বাসে আগুন।

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

যুবদল নেতার গোডাউনে লাগা আগুনে পুড়েছে ঝুটসহ ৩গরু! মহাসড়কে বাসে আগুন।

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে লাগা আগুনে যুবদল নেতার বড় ভাইয়ের মালিকানাধীন ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গুদামে থাকা কোটি টাকার ঝুট মাল ও পাশের ঘরে থাকা ৩টি গরু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একই রাতে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় ওই ঝুট গোডাউন ও ভোর রাত পৌণে ৫টার দিকে এমসি এলাকায় দাড়ানো বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেনের বড় ভাই আব্দুস সালামের ঝুট গুদামে আগুন লাগে। তিনি ঢাকায় বসবাস করার সুবাদে যুবদল নেতাই তা দেখাশোনা করেন।আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভেতরে কাপড়ের স্তুপ থাকায় একপর্যায়ে আগুন তীব্রতা বাড়তে থাকে। পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। মধ্য আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে ও তিনটি গরু পুড়ে মারা গেছে।
অন্যদিকে, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার সুফিয়া টেক্সটাইল এর পাশে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বলেন, দাঁড়িয়ে ওই বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই সটকে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া আকাশ বাংলা। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে তাদের ধারা এটা করা হয়েছে। কিন্তু কে বা কারা জড়িত, তা জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মাওনা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ শুরু করে। প্রায় সোয়া ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে কাপড়সহ অন্যান্য বস্তু থাকায় আগুন নির্বাপণ করতে বেগ পেতে হয়। এখনো কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে, গাড়িতে আগুন লাগার ঘটনায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পড়ে জানাতে পারবো বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট