
ওসমানীনগরে কোরআন প্রতিযোগীতায় সাদাফ শাহরিয়ারের সাফল্য
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দারুন নাজাত মডেল মাদ্রাসা দয়ামীর-এর কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাদফ শাহরিয়ার। তিনি চকমন্ডল কাপন গ্রামের বাসিন্দা ছালেহ আহমদ ও নাছিমা নাছরিন দম্পতির একমাত্র পুত্র।
সম্প্রতি বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার যৌথ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী অংশ নিলেও হিফজ বিভাগে সাদাফ শাহরিয়ার সবার মধ্যে সেরা হয়ে প্রথম স্থান অর্জন করে। তার এ অর্জন শুধু দারুন নাজাত মাদ্রাসার জন্য নয়, পুরো ওসমানীনগরের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ছোটবেলা থেকেই সাদফ পড়ালেখায় মনোযোগী ও নিয়মিত চর্চার ফলে অল্প বয়সেই কোরআন হিফজ বিভাগে দক্ষতা অর্জন করেছে। তার এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। শিক্ষকদের মতে, নিয়মিত সাধনা, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা তার সাফল্যের মূল চাবিকাঠি।
অভিভাবক ছালেহ আহমদ তার সন্তানের এ অর্জনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমার ছেলে যেন কোরআনের আলো ছড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত হতে পারে, এটাই আমার স্বপ্ন।” তিনি সাদফের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানান মাদ্রাসা সংশ্লিষ্টরা। সাদফ শাহরিয়ারের এ অর্জন ওসমানীনগরের শিক্ষাঙ্গনে ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
ওসমানীনগর নিউজ
১৯/১১/২০২৫