
জমকালো আয়োজনে ভোলাহাটে সোনালী ব্যাংকের স্থান পরিবর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!!
এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোনালী ব্যাংক এর নয়া ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় তাদের নয়া ভবন থ্রিষ্টার প্লাজার দোতলা মার্কেটে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে সোনালী ব্যাংক ভোলাহাট শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সোনালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোর্শেদ ইমাম, থ্রিষ্টার প্লাজার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাফিজুল ইসলাম ডাবলু।
ভোলাহাট জোন শাখা ব্যবস্থাপক খন্দকার হাবীব আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংক সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় অধ্যক্ষ মোঃ রহমত আলী, প্রধান শিক্ষক মোঃ কুরবান আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিভিন্ন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও মাদ্রাসাগুলির প্রধান, ব্যাংক স্টাফগণ এবং একঝাঁক গণমাধ্যমকর্মীগণ ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে। আর অনুষ্ঠানের যবনিকা হয় দোয়া ও ব্যাংকের রঙ্গিন ফলক উম্মোচনের মাধ্যমে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদের।
১৮.১১.২০২৫ ইং