
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ,
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম, সাংবাদিক জাকির হোসেন পিংকু, জহুরুল ইসলাম, ফারুক আহমেদ, তারেক রহমান, আনোয়ার হোসেন, আজিজুল হক শিশির,অন্যান্যরা। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, সীমান্তে বিভিন্ন
চোরাচালান ,কিশোর গাং নির্মুল, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও চাঁপাইনবাবগঞ্জে নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ আম রপ্তানি সহ আম ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধান ও উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা , সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, সমালোচনা একটি শিল্প তাই সঠিক সমোলচনা করা উচিত। প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন । এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রমুখ।