1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয় পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড  উওরাস্হ বগুড়া সোসাইটির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

ময়মনসিংহ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

 

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার বিকালে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবুল বাসার আকন্দ বলেন, “এই আসনে যে প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, তা ফুলপুর–তারাকান্দার ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে তার কাছ থেকে জন গন মুখ ফিরিয়ে নিয়েছে। প্রথমিক মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।” তিনি দলের নীতিনির্ধারণী ফোরামের প্রতি মাঠপর্যায়ের সঠিক তথ্য যাচাই করে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বলেন, তাঁরা চূড়ান্ত মনোনয়নে আবুল বাসার আকন্দের নাম ঘোষণার দাবি জানাচ্ছেন। তাঁদের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত এই মুক্তিযোদ্ধা সামরিক শাসক এরশাদের আমলেও দলের হাল ধরেছিলেন, যখন অনেকেই দল ত্যাগ করেছিলেন।

১৯৯৬ সালে ফুলপুর–তারাকান্দা থেকে বিএনপির প্রথম এমপি হিসেবে নির্বাচিত হন আবুল বাসার আকন্দ। ২০১৪ সালে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের মতে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করেননি এবং গত ১৭ বছরের আন্দোলন–সংগ্রামে নেতা–কর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। মামলা–হামলা–গ্রেপ্তারের সময় নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহায়তাও দিয়েছেন।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি নিজে কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়াননি এবং তাঁর অনুসারীরাও যেন এসবের সঙ্গে সংশ্লিষ্ট না হন—তা নিশ্চিত করেন। স্থানীয়দের মতে, তিনি ‘ক্লিন ইমেজ’-এর নেতা হিসেবে ফুলপুর–তারাকান্দায় পরিচিতি পেয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “এমন একজন যোগ্য নেতার হাতেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপির জয় নিশ্চিত হবে। অন্যথায় ফল নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট