
পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ করে জমি দখলের অভিযোগ উঠেছে সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশির নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে পৌর শহরের জগথা রাইসমিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর জগথা গ্রামের মুক্তার আলমের সাথে রঘুনাথপুর এলাকার সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশিরের জমি সংক্রান্ত একটি বিরোধ দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন রয়েছে। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সাকিউল আলম শিশির আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন। বিষয়টি টের পেয়ে জমির প্রকৃত মালিক মুক্তার আলম ও তার পরিবার বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে মুক্তার আলম বলেন, আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শাকিউল আলম শিশির জমিতে ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোন কিছু করছে না। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযোগ বিষয়ে সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম বলেন, দলিল মুলে ওই জমির প্রকৃত মালিক আমি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। তাছাড়া ওই জমি নিয়ে আদালতের স্থিতাবস্থার আদেশের মেয়াদ শেষ হয়ে গেছে।