1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গুরুতর জখম। ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ২  ময়মনসিংহে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ গেল এক ৮ বছরের শিশুর। পঞ্চগড় বিএনপি যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার  ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল  কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে ভেড়ামারা বিএনপির বিশাল গনমিছিল  শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসে কলকাতায়। 

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ ১৬ নভেম্বর রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

এ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা জানান,মডেল মসজিদ সমূহের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করা হয়েছে। এছাড়াও হস্তান্তরকৃত মডেল মসজিদসমূহের ত্রুটি বিচ্যুতি দ্রুত সংস্কার/মেরামত করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং করা হচ্ছে।

 

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।ময়মনসিংহে অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান রয়েছে। এছাড়াও তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন,হাসপাতালে ডাক্তার উপস্থিতি নিশ্চিতকরণসহ ঔষুধ বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার কার্যক্রম যথারীতি চলমান রয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা নির্বাহী অফিসারগণের প্রস্তাব মোতাবেক মেরামতযোগ্য রাস্তাসমূহের রুটিন মেইনটেনেন্স এর মাধ্যমে নিয়মিত মেরামত কাজ চলমান আছে। । এছাড়াও বালিপাড়ার রাস্তার স্পিডব্রেকার ও ভালুকা-ত্রিশাল সীমানায় একটি ইউটার্ন স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ফুলপুর সিংহেশ্বরী চাঁনপুরে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সভাপতির বক্তব্যে বলেন, জেলার উন্নয়নে আমাদের সকলের সমন্বিতভাবে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই। তাই আমাদের যার যার নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। জনগণের দৌড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট আরও কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

 

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন,সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট