
গণভোট-সহ ৫ দফা দাবিতে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রীয় আদেশ জারি ও গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী,
শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ বিকেলে মেহেরপুর কোর্ট মোড় থেকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়,মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ইকবাল হোসেন,জেলা নায়েবে আমির মাহবুব-উল আলম,মেহেরপুর জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, উপজেলা সেক্রেটারি আবুল বাশার-সহ মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।