
মেহেরপুর জেলা প্রশাসক জেলার চারজন গুণী ব্যক্তিকে অসামান্য অবদান স্বরূপ সম্মাননা প্রদান
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৪ জন গুণী ব্যক্তিকে অসামান্য অবদান ও উত্তম চর্চার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেন,বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবীর ও গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা হোসাইন,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এবং মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান প্রমুখ।