
মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ বিকাল ৩টার দিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খাঁন, সম্মেলন পরিচালনা করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব ইকবাল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইন, বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস এবং মেহেরপুর জেলা তদারককারী ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর জনাব আলী মুহসিন,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম এবং মেহেরপুর-২ গাংনী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা,
সম্মেলনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই, তারা রুকনদেরকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।