1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয় পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড  উওরাস্হ বগুড়া সোসাইটির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

নামজারি বাতিলে তোলপাড় ওসমানীনগর জমি মালিকরা ভোগান্তি চরমে নথিপত্র উধাও 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নামজারি বাতিলে তোলপাড় ওসমানীনগর জমি মালিকরা ভোগান্তি চরমে নথিপত্র উধাও

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সিলেটের ওসমানীনগর উপজেলায় সম্প্রতি একযোগে প্রায় দুই শতাধিক নামজারি মামলা বাতিল ও নথিপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন প্রকৃত জমির মালিকসহ ভুক্তভোগীরা।

 

অভিযোগকারীরা জানান, উপজেলার তফশিল অফিসার ও সার্ভেয়ারদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন উপেক্ষা করে নতুন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর হঠাৎ এসব নামজারি মামলা বাতিল করে দিয়েছেন। এতে জমির অনেক প্রকৃত মালিক তার মেয়ের বিয়ে, ছেলের বিদেশ যাত্রা বা অন্যান্য প্রয়োজনে জমি বিক্রয় করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তারা।

 

ভুক্তভোগী সেলিম মিয়া, রাজা মিয়া, কাপ্তান মিয়া, শিবু মিয়া, মোস্তফা কামাল, আব্দুশ শহিদ, মাহমুদ আলী ও অনন্ত বাবু পিংকু বট,আছকর আলী, জাকির আহমদ, সুমি বেগম, নারগিস বেগম, মাহমুদা বেগম,সহ অনেকে অভিযোগ করেন, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নামজারি শুনানি ছাড়াই বাতিল করা হয়েছে।

 

ভুক্তভোগী পিংকু ভট বলেন, শুনানি না করেই আমার নামজারি বাতিল করা হয়েছে। এতে আমি চরম সমস্যায় আছি। মঙ্গলচন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মচারী অন্তত বাবু জানান, আমার জমির সব কাগজপত্র ঠিক থাকার পরও যাচাই না করেই আমার নামজারি বাতিল করা হয়েছে। এবিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। নামজারি বাতিল হওয়ার কারণে জমি রেজিস্ট্রার হচ্ছে না খাজনা দেওয়া যাচ্ছে না এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

 

উক্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর বলেন, অনেক ক্ষেত্রে প্রকৃত মালিক নিজেরা আবেদন না করে অন্যের মাধ্যমে আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে এমন মামলা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন আপনি অফিসে আসেন ভুক্তভোগীরা পুনরায় আবেদন করে আমার কাছে আসতে বলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওসমানীনগরে ভূমি সেবা ও নামজারি প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগ বেড়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সহকারে প্রশাসনিক পদক্ষেপ দাবি জানিয়েছেন।

ওসমানীনগর নিউজ

১৩/১১/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট