
সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডোয়াইল ইউনিয়ন শাখার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন , ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম। তিনি বলেন, “গত ৩ নভেম্বর গোবিন্দপুর বাজারে কেনাকাটা করতে গেলে কিছু দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। এটি স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, এবং ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিএনপি’র ভাবমূর্তি নষ্টের ঘৃণ্য প্রচেষ্টা।”
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ওলামা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।