
অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে এখন উত্তাল কুষ্টিয়া-২ আসন।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে এখন উত্তাল কুষ্টিয়া-২ আসন। গতকাল রবিবার দুপুর ৩টা থেকে লালন শাহ্ ব্রীজ থেকে কুষ্টিয়ার ত্রি মোহনী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার রাস্তা জুড়ে নজির বিহীন মানববন্ধন কর্মসূচী পালন করেছে শহীদুল ইসলাম সমর্থক নেতাকর্মীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা অংশে ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম এবং মিরপুর অংশে ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার টিপু সুলতান। ব্যাতিক্রমি এই মানববন্ধনে ভেড়ামারা-মিরপুর উপজেলার হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা অংশনেন। এসময় তাদের হাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, অধ্যাপক শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড, ফেষ্টুন দেখা যায়। সেখানে রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই। হামলা মামলার স্বীকার শহীদুল ভাই, আমরা তোমায় ছাড়ি নাই, আন্দোলনের শহীদুল ভাই, ভেড়ামারা মিরপুরের শহীদুল ভাই, আমরা তোমায় ভুলি নাই সহ ব্যাতিক্রমী নানা শ্লোগান লিখা ছিল। মানববন্ধন ঘিরে ২ টি মঞ্চ তৈরী করা হয়। ১টি ভেড়ামারার অংশে, আরেকটি মিরপুরের অংশে ত্রিমোহনীতে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে। আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী তিনি। কুষ্টিয়া-২ তথা ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। দল কে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হলে তবেই হারানো এই আসন টি বিএনপি পূর্নরোদ্ধার করতে পারবে।
মানববন্ধনে, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সেলিনা শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশু সহ ভেড়ামারা-মিরপুর’র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।