
তেতুলিয়ার শালবাহানে ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়া অষ্টম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার ৯ নভেম্বর বিকালে বিদ্যালয়ের কাছেই শালবাহান বাজারের
আঞ্চলিক সড়কে আয়োজিত কর্মসূচিতে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসায় ও শালবাহান উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিল এলাকাবাসী। এলাকাবাসী জানায়, থানায় অভিযোগ দেওয়ার পর ধর্ষকের পরিবার ক্ষিপ্ত হয়ে ধর্ষণের শিকার ছাত্রীর বাড়িতে গিয়ে ঘটনা চেপে যাওয়ার জন্য হুমকি দেয়। বক্তারা কর্মসূচিতে তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
এ অবস্থায় দ্রুত মামলা নিয়ে ধর্ষক ও তার সহযোগীকে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। তেতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া
জানান, এ ঘটনায় মামলাসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।এতে বক্তব্য রাখেন শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, শিক্ষক সোহবার আলী, তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগির হোসেন ইউপি সদস্য জাহাঙ্গির আলমসহ আরো অনেকে।