
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।
নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে আজ দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।
দিনটি উদযাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার মধ্য দিয়ে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটি উপলক্ষে আলোচনা সভা, র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করে।
তারই ধারাবাহিকতায় আজ
কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনে এ সমাবেশ হয়। পরে র্যালী বের হয়।
সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন-
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাহার করে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দিতে হবে। দাবী জানিয়ে দলের নেতারা বলেন না হলে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। মনোনয়ন দাবী ও অধ্যাপক শহিদুল ইসলামের পক্ষে র্যালীতে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে দলের তৃনমূল নেতাকর্মীরা।