1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা আসামি-১৯

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা আসামি-১৯

 

 

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

সদ্য কার্যকর হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মেহেরপুর জেলায় প্রথম মামলা হয়।

এই মামলায় আসামির ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে,এছাড়াও ছাড়া অজ্ঞাত পরিচয়ে আসামি রাখা হয়েছে, আসামিদের সূত্রে ও মামলার নথিপত্র থেকে বিষয়টি জানা যায়,

মেহেরপুরের মুজিবনগর থানায় করা মামলার নথি থেকে জানাগেছে, ৩ নভেম্বর-২০২৫ বিকেল সাড়ে ৪টায় মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় অভিযান চালায় মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ,এ সময় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- দেলোয়ার হোসেন দিপু (৪০), সুমন আলী (৩৮) ও সাকিবুল ইসলাম (২৩),অভিযান পরিচালনা করেন ডিবি শাখার পরিদর্শক মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ও শিমুল কুমার দাস।

ডিবি সুত্রে জানাযায়- চক্রটি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া ও অবৈধ ই-লেনদেনের নেটওয়ার্ক চালাত, মামলার এজাহারে গ্রেপ্তার ৩ জন ছাড়াও আরো ১৬ জনের নাম উল্লেখ করা রয়েছে,

এরা হলেন- কোমরপুর গ্রামের মুকুল-শুভ (২২), প্রসেনজিৎ হালদার (২৫), আক্তারুজ্জামান ফিলসন শামীম (৩০), মহাজনপুর গ্রামের মিঠু (৪০) ও সোহাগ (৩৮), গোপালপুর গ্রামের বদরুদ্দৌজা রয়েল (৩৭), রসিকপুর গ্রামের সিরাজ (৩৬), মোনাখালী গ্রামের মাহফুজুর রহমান (২১), গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের তুলিপ হোসেন (৩০), মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার রঞ্জু ও রাজু, কোর্ট পাড়ার মো. সাজু, শেখ পাড়ার পনির (২৪) এবং স্টেডিয়াম পাড়ার বাপ্পি (৩০), মামলায় আরো অজ্ঞাতনামা আসামিও রয়েছে।

মামলার নথি অনুযায়ী, এ চক্র আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে টাকা পাচার করতো বলে জানাজায়, তারা বিকাশ, নগদ, রকেট ও অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকার লেনদেন চালাতো, ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা ছিল তাদের কৌশল।

অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি টয়োটা প্রিমিও গাড়ি, চারটি স্মার্টফোন, মোবাইল ব্যাংকিং সিম, লেনদেন-সংক্রান্ত নথি ও অন্যান্য ডিজিটাল প্রমাণ পত্র, দিপুর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি এস-২৩ আল্ট্রা, ডাচ-বাংলা ব্যাংকের ৩ টি কার্ড ও দুটি পেনড্রাইভ।

এ বিষয়ে মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা হয়েছে, মামলায় ১৯ আসামির নাম উল্লেখ করা হয়, এছাড়াও আরো অজ্ঞাত পরিচয় আসামিও রাখা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট