
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির বিশাল মহা-সমাবেশের আয়োজন হয়েছে।
শনিবার ৮ নভেম্বর-২০২৫ বিকেলে শহীদ ডা. শামসুজ্জোহা পার্কে মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়,
মহা-সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মেহেরপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ অরুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির,মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন-সহ মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,মহা-সমাবেশ শুরু হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড়া হবে না, আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে,ধানের শীষ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না,ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে,দেশে ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে দেব না,কেউ কেউ মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ব্যবসা করছে, আবার কেউ ধর্মের নাম ভাঙ্গিয়ে চলছে এদের থেকে সাবধান থাকতে হবে,মা-বোনদেরও সতর্ক থাকতে হবে।