
ভিপি জসিমউদ্দীন স্মরণে এখনো হয়নি দলীয় অনুষ্ঠান: নেতাকর্মীদের ক্ষোভ,
কুমিল্লা প্রতিনিধি:-মনিরুল ইসলাম
কুমিল্লা মহানগর বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ভিপি জসিমউদ্দীন মৃত্যুবরণ করেছেন ২ অক্টোবর। আজ এক মাস পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো স্মরণসভা বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
নেতাকর্মীরা জানান, ভিপি জসিমউদ্দীন ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শবান রাজনীতিক। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দলের জন্য কাজ করেছেন। অথচ মৃত্যুর পর দলীয়ভাবে তাঁকে স্মরণ না করা অত্যন্ত দুঃখজনক ও ভাবনার বিষয়।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ভিপি জসিমউদ্দীনের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁরা বলেন, “যে মানুষটি সারাজীবন দলের জন্য নিবেদিত ছিলেন, তাঁর প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানানোও যদি আমরা ভুলে যাই, তবে রাজনীতির মানবিক দিক কোথায় হারিয়ে যাচ্ছে?”