1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

 

 

কুমিল্লা প্রতিনিধি::মনিরুল ইসলাম

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে অনুষ্ঠিত হয় এক গণ-ইফতার আয়োজন।

 

এর আগে বুধবার কান্দিরপাড়ে আয়োজিত নারী সমাবেশ থেকে ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রাখার ঘোষণা দেওয়া হয়।

 

নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা বজায় রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। তাঁরা জানান, ইয়াছিনের পক্ষে তাঁরা দোয়া, ইবাদত ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন।

 

জানা যায়, কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিন-উর-রশিদ ইয়াছিন। অন্যদিকে মনিরুল হক চৌধুরী সে সময় কুমিল্লা-১০ আসনে দলীয় প্রার্থী ছিলেন। পরবর্তীতে সীমানা পুনর্নির্ধারণে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-৬ আসনে যুক্ত হওয়ায় রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসে।

 

ইয়াছিনপন্থীদের দাবি, পুরোনো কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন ইয়াছিন, তাই তাঁর যোগ্যতার মূল্যায়ন হওয়া উচিত।

 

যুবদল নেতা মনছুর নিজামী বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের লক্ষ্য কারও বিরোধিতা নয়—ন্যায়সংগত দাবির স্বীকৃতি। আমিন-উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মানুষের আস্থা ও ভালোবাসার নাম।”

 

নারীনেত্রী ডলি আক্তার বলেন, “নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যা সমাধান ও মানবিক সহায়তায় ইয়াছিন ভাইয়ের ভূমিকা অনন্য। তাই আজ আমরা রোজা রেখে ইফতার করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।”

 

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং ইয়াছিনপন্থীরা ঘোষণার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট