
চান্দিনায় যুব উন্নয়ন অধিদপ্তরের যুবঋণ সহায়তা প্রদান
কুমিল্লা প্রতিনিধ :-মনিরুল ইসলাম ,
চান্দিনা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কর্ম প্রত্যয়ী শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে যুবঋণ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় মোট ৪ জন যুব ও যুব মহিলার মাঝে ৬ লক্ষ টাকার যুবঋণ প্রদান করা হয়।
ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল হক। তিনি যুবঋণ গ্রহীতাদের উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।