
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা
কুমিল্লা, প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (লালমাই, আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন।
বৃহস্পতিবার দুপুরে তিনি নির্বাচনী এলাকা প্রবেশ করলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে শ্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেন। পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
এ সময় মনিরুল হক চৌধুরী বলেন,> “এলাকার জনগণ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সরাসরি পেয়ে তারা নব উদ্যমে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়বেন।