
ঠাকুরপাড়ায় “জনতার মত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:-
মনিরুল ইসলাম ,
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল হক এবং সভার সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইফতেখারুল ইসলাম।
সভায় জেলা ও মহানগর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনগণ প্রধান অতিথির কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় সিরাজুল হক কুমিল্লা-৬ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাভিদ নওরোজ শাহ্-কে জনতার সাথে পরিচয় করিয়ে দেন। বক্তব্যে নাভিদ নওরোজ বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় নেই; বরং জুলাই গণঅভ্যুত্থান থেকে আজ পর্যন্ত আমরা রাজপথে থেকে জনগণের বাস্তব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। এক দল শুধুই নির্বাচন চেয়েছে, আরেক দল জানে না তারা কী চায়। সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তারা রাজনীতিতে ফিরলেও কাঙ্ক্ষিত সংস্কারের কথা ভুলে গেছে।”
মহানগর এনসিপি জানায়, প্রতিটি ওয়ার্ডে জনগণের মতামত সংগ্রহে “জনতার মত” শীর্ষক এই বৈঠক ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। সভার বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।