
কুমিল্লায় দুই হকের জয়জয়কার: কুমিল্লাবাসীর প্রত্যাশা—সঠিক ‘হক’ প্রতিষ্ঠা পাবে এ ভূখণ্ডে
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুই হক—মনিরুল হক চৌধুরী ও মনিরুল হক সাক্কু। একদিকে দীর্ঘদিনের জনপ্রিয় রাজনীতিক ও অভিজ্ঞ সংগঠক মনিরুল হক চৌধুরী, অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জনমানুষের নেতা মনিরুল হক সাক্কু।
রাজনীতির ময়দানে এই দুই হকের সক্রিয় উপস্থিতিতে কুমিল্লাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা—তাঁদের নেতৃত্বে কুমিল্লার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে, শুরু হবে উন্নয়ন ও জনকল্যাণের নতুন ধারা।
অনেকে মনে করছেন, সময় এসেছে কুমিল্লার রাজনীতিতে ‘সঠিক হক’-এর প্রতিষ্ঠার। জনগণ এখন এমন নেতৃত্ব চায়, যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কুমিল্লার সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।
স্থানীয় রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দুই হকের রাজনৈতিক দক্ষতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা কুমিল্লার ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।