1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি সরিষাবাড়ীতে খতমে নবুওয়াত মারকাজের শীতবস্ত্র শতাধিক লেপ বিতরণ, ৩ জনের তওবা ওসমানীনগরে ফসলি জমির মাটি কেটে পরিবেশ ধ্বংস, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয়

দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়াল ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকগণ ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়াল ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকগণ ।

 

 

মোহন আলী স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় সৌদিআরব থেকে আসা দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়ালো ভেড়ামারা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিক ভেড়ামারার দারুল এহসান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গরুর গোশত তুলে দেন। এসময় শিক্ষক এবং শিক্ষার্থীরা সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৩১ অক্টোবর শুক্রবার বিকালে সৌদি আরব থেকে দুম্বার গোস্ত এলে ভেড়ামারা উপজেলা প্রশাসন ১৬ কার্টুন দুম্বার গোস্ত বরাদ্ধ পায়। যার প্রতি কার্টুনে আড়াই থেকে তিন কেজি ওজনের ১০ টি প্যাকেট ছিল। যার আনুমানিক ওজন ছিল প্রায় প্রায় ১০ থেকে ১১ মণ। গত ৩১ অক্টোবর শুক্রবার ছুটির দিনে দুম্বার গোস্ত এলে তড়িঘড়ি করে ২-৩ ঘণ্টার মধ্যে গোস্ত ভাগাভাগি করে নেয় উপজেলা প্রশাসন। এরমধ্যে ৩৪ টি মাদ্রাসা কে কম বেশি করে দুম্বার গোশত দিয়ে, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা প্রশাসনে কর্মরত অফিসারদের থাকার জায়গা ডরমেটরি, উপজেলা ও পৌরসভায় কর্মরত কর্মকর্তা, পছন্দমত ব্যক্তি, আনসার ক্যাম্প ভাগাভাগি করে নেয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়ম’র অভিযোগ ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী ব্যাপক অসন্তোষ আর ক্ষোভের সৃষ্টি হয়। ভেড়ামারা শহরের সন্নিকটে থাকা দারুল এহসান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সহ প্রায় ২০ টি এতিমখানা বঞ্চিত হয় দুম্বার মাংশ পাওয়া থেকে। ফলে ক্ষোভের সৃষ্টি হয় শিশু শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে।
এতিম শিশুদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকরা শহরের উপকন্ঠে অবস্থিত ফারাকপুর গোরস্থান সংলগ্ন দারুল এহসান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গরুর গোশত তুলে দেন। এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ হারুন উপহার গুলো বুঝে নেন। তিনি জানান, মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিমখানায় ৮৫ জন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী ও এতিম শিশু নিয়মিত তিন বেলা খাওয়া দাওয়া করে। এর মধ্যে ২৬ জন এতিম শিশু রয়েছে। প্রতিবছর সৌদি আরব থেকে আসা দুম্বার গোস্ত পেলেও এ বছর তারা একটুরোও পান নি। এমন অবস্থায় ভেড়ামারার সাংবাদিকরা এতিম শিশুদের কথা বিবেচনা করে গরুর গোস্ত উপহার দেওয়ায় , আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক জনবানী প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, চ্যানেল এস টেলিভিশনের মনোয়ার হোসেন মারুফ, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক মোহন আলী, সাংবাদিক তুর্য, প্রমুখ।
সাংবাদিকবৃন্দ জানান, ভেড়ামারা সাংবাদিকরা সবসময় অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি, অনিয়ম, স্বজন প্রীতির বিরুদ্ধে আপোষহীন। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, তা প্রকাশ করতে আমাদের কোনো দ্বিধা নেই। প্রকৃত সাংবাদিকতা করতে হলে তোষামোদি থেকে বেরিয়ে আসতে হবে বলে এসময় তারা মতামত দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট