
কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও অফিস ভাঙচুর
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন ঘোষণা হওয়া পরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম প্রফেসর এর হোসেনাবাদ হিসনা পাড়ার বাসভবনে সামনে সোমবার (৩ নভেম্বর) রাত অনুমানিক ৭ টার পরে ৫ টি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা মাছুম প্রফেসরের নাম করে গালাগালি দিতে চলে যায়। এছাড়াও শরীফ উদ্দিন জুয়েলের সমর্থকদের গোয়ালগ্রাম ও শেহালা বাজারের পার্টি অফিস ভাঙচুর ও উপজেলা চত্বরে থাকা সকল ফেস্টুন ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম বলেন, আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নেতা কর্মীদের নিয়ে দৌলতপুরের প্রতিটা পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি। আজ সন্ধ্যার সময় বিএনপি’র কেন্দ্রীয় পার্টি অফিস থেকে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণা হওয়ার পর আমার বাসভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার নিজ জন্মভূমি কুষ্টিয়া দৌলতপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। গতকাল সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ঘোষণা হওয়ার পর । আমার কর্মী সমর্থকদের বাড়িতে ককটেল নিক্ষেপ, অফিস ভাঙচুর ও আমার ফেস্টুন পোস্টার ছিড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক বিচার দাবি করছি।