
কবিতা মেয়েরে তুই কাঁদিস না আর
কবি তাছলিমা আক্তার মুক্তা
মেয়েরে তুই কাঁদিস না আর
একটু খানি থাম ,
কাঁদলেই কি বদলে যাবে
মেয়ে পাওয়া নাম ।
মেয়ে হয়ে জন্ম নেওয়া
নয়তো কোনো অপরাধ ,
সেভাবে নিজেকে তৈরি কর
যে ভাবে মিলে জীবনের সাধ।
সত্যিকারের নারী হয়ে যাও
সবাই যেন বলে ,
ইনি হলেন আদর্শের প্রতীক
মা ফাতিমার দলে ।
আদর্শ স্ত্রী আর আদর্শ বউ
হয়ে যখন যাবে ,
কন্যা তুমি বোনও তুমি
সম্মানটা তুমি পাবে ।
হয়ে দেখাও আর্দশ মা
সন্তান যেন বলে ,
সারা পৃথিবী চাইনা আমি
আমার মা’কে পেলে ।
তখন তোমার চোখের কোণে
থাকবে না আর জল ,
সারাজীবন সম্মান পাবে আর
শক্তি মনোবল ।