
ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভা সম্পন্ন
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন সাদীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ইউনিয়নের শেরপুর নতুন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস. এম. মাসুদ এবং পরিচালনা করেন হাজী আব্দুর রব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী অধ্যাপক তাহসিনা রুশদীর লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল হক চৌধুরী সাবেক চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা, এস. টি. এম. ফখর উদ্দিন, সভাপতি উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুল হাকিম, শাহ এহিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক গোয়ালাবাজার ইউপি, সাবেক জেলা সম্পাদক ময়নুল হক, সিনিয়র সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক আলী আসগর ফয়েজ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ, ও ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ওসমানীনগর নিউজ
হাবিবুর রহমান বাবুল
০১৭১৬৮৪৭৬১৯
০৪/১১/২০২৫