1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষের অব্যবস্থাপনায় অগ্নিকা-অল্পের জন্য প্রাণে বাঁচলেন সিজারিয়ান রোগী ও নবজাতক,তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষের অব্যবস্থাপনায় অগ্নিকা-অল্পের জন্য প্রাণে বাঁচলেন সিজারিয়ান রোগী ও নবজাতক,তদন্ত কমিটি গঠন

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার (৩রা নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারের পাশের একটি কক্ষে এনালগ বৈদ্যুতিক বাল্বের উতপ্ত হয়ে হোল্ডারে আগুন ধরলে এ অগ্নীকান্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অগ্নিকা-ের ১৫ মিনিট সময় পূর্বে স্থানীয় বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রতœা বেগম এর গর্ভ থেকে সিজারিয়ান অপারেশনের মাধ্যামে বাচ্ছা প্রসবের কাজ চলছিল। এ অপারেশনে অংশ নেন গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন। এ সময় নবজাতক কে গর্ভ থেকে সিজারের মাধ্যমে বের করার পরপরই হঠাৎ ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্কে চিকিৎসক ও কর্মীরা রোগীকে সেলাই না করেই বের হয়ে যান।

এ সময় রতœা নামে এক নারী সেই মুহূর্তে সিনিয়র নার্স সুবেদা খাতুন এর সহায়তায় নবজাতক কে কোলে নিয়ে দ্রুত বাইরে ছুটে যান,আর অচেতন অবস্থায় থাকা মা রতœা বেগমকে পরে পেট সেলাই করে অপারেশন থিয়েটার থেকে সরিয়ে মুক্তিযোদ্ধা বেড়ে নিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করেন। অল্পের জন্য মা ও নবজাতক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

এ অগ্নিকা-ে অন্তত দশ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, পুরোনো এনালগ বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত হয়ে রুমে রাখা কাটুনে আগুনের সূত্রপাত ঘটায়। কর্তৃপক্ষ তা মেরামতের উদ্যোগ নেয়নি।

স্থানীয় সচেতন মহল ও রোগীর স্বজনরা বলেন,“সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন অব্যবস্থাপনা অগ্রহণযোগ্য। এতে প্রমাণ হয় কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতা।”

অগ্নিকা-ের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তদন্ত শেষে অবহেলাজনিত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ দিকে অগ্নীকান্ডের ঘটনায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে আহবায়ক করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ,নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ সরিষাবাড়ী, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস এর এজিএম এ্যান্ড কম সৌরভ কুমার রায়, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্ট্রেশন অফিসার সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি কে আগামী সাদ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট