
কামাল স্যার। উনাকে সবাই রড কামাল বলে ডাকে। শ্রীপুর সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগিয়
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
প্রধান একজন অশ্রদ্ধেয় শিক্ষক। ছাত্রদের কাছ হতে বিভিন্ন কলা কৌশলে টাকা ছিনিয়ে নেওয়া যার নিও নৈমিত্তিক বিষয়। অথচ দেখার কেউ নাই। এডমিট কার্ড বাবদ ২৫০ টাকা তিনি নিচ্ছেন।ছাত্ররা বিভিন্ন প্রমান দিয়েছেন, উনার কথা অডিও রেকর্ডসহ পাঠাচ্ছে। বিভিন্ন ভাবে উনাকে গাইল্লাইতাছে, ছাত্ররা এগুলো নিয়ে আলোচনা শুরু করছে। সরকারি কলেজে এসব টাকা নেওয়ার কোন সুযোগ নেই। ছাত্রদের ভাষ্য মতে এডমিট কার্ড প্রিন্ট করতে হয়। বড়জোর ০২ টাকা খরচ হতে পারে এর বেশি নয় অথচ ডিপার্টমেন্ট হতে নেওয়া হচ্ছে ২৫০ টাকা!!! এটা জুলুম,এটা অন্যায়। এই টাকা কই যায়?
ছাত্রদের সাথে কথা বলে যা বুঝলাম ছাত্ররা চায় শ্রীপুর সরকারি কলেজ অতিরিক্ত কোন ফি, কোন টাকা আর না নিক। আর নিলে সেটি যথোপযুক্ত রশিদ বা ডকুমেন্টস এর মাধ্যমে যাতে নেওয়া হয়।
আশা করি কলেজ প্রশাসন বিষয়টি নজর দিবে।