
ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
ওসমানীনগর (সিলেট) সংবাদদতা:হাবিবুর রহমান বাবুল:
সিলেটের ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং বেশিরভাগ সময়েই ট্রাফিক আইন উপেক্ষা করে। এসব বাসের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।
বক্তারা বলেন, প্রায় প্রতিদিনই এই রুটে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অনেক পরিবার হারাচ্ছে প্রিয়জনকে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তারা অভিযোগ করে বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতার কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা দাবি জানান, অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ বিরতিহীন বাসগুলোর ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে
হবিগঞ্জী বাস চলবে না, প্রাণ বাঁচাও, দুর্ঘটনা রুখো, “নিরাপদ সড়ক চাই — এমন স্লোগান দেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
০২/১১/২০২৫
০১৭১৬৮৪৭৬১৯