
তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রা বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত
পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃখাদেমুল ইসলাম:-
মৌসুমি বায়ুর প্রভাব দেশের সবর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘন্টায় ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শনিবার (১নভেম্বর ) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে।
শীতের প্রভাব: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে শীত অনুভূত হতে শুরু করেছে, যা তেঁতুলিয়া আবহাওয়া অফিস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।বৃষ্টিপাত: গত শুক্রবার (৩১ অক্টোবর) তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর্দ্রতা: গত শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রার সময় আর্দ্রতা ছিল ৯৯%।
বৃষ্টি পরবর্তী অবস্থা: বৃষ্টি শেষে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে,রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়পায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও । ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,আজকে শনিবার (১ নভেম্বর ) তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।