
ওসমানীনগরে এসএসসি ব্যাচ ৯৩ এর বন্ধু টুকন চৌধুরী এর জন্মবার্ষিকী পালিত
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ
উপজেলার এসএসসি ব্যাচ ১৯৯৩-এর বন্ধু মুসফেকুর রাজা চৌধুরী টুকনের জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে তাহার বাড়িতে উপজেলা ‘৯৩ ব্যাচের কয়েকজন বন্ধু একত্রিত হয়ে কেক কেটে আনন্দ উল্লাসে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। এসয় উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম, আব্দুস শহিদ, শরীফ আহমদ চৌধুরী, স্বপন লাল সেন, কাজী খলিলুর রহমান, হাবিবুর রহমান বাবুল, মুহিবুর রহমান মুহিব
বন্ধুরা বলেন, রাজা টুকন ছিলেন তাঁদের বিদ্যালয় জীবনের প্রাণবন্ত ও আন্তরিক সহপাঠী। তাঁর জীবন-জীবিকার সাফল্য ও ব্যক্তিগত অগ্রগতি সকলের জন্য গর্বের বিষয়। জন্মদিনে তাঁরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।
বন্ধুত্বের স্মৃতি স্মরণ করে সবাই বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ‘৯৩ ব্যাচ এক বন্ধুত্বের পরিবার, যেখানে প্রত্যেকের আনন্দ-দুঃখ ভাগাভাগি করা হয় ভালোবাসায়।”
শুভেচ্ছাবার্তা:
ওসমানীনগর উপজেলা ৯৩ ব্যাচের বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে বলেন
প্রিয় বন্ধু রাজা টুকন, তোমার জন্মদিনে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি সবসময় হাসিখুশি থাকো, জীবনে আরও সাফল্য অর্জন করো—এই কামনাই করি।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক বন্ধু শুভেচ্ছা বার্তা ও স্মৃতিচারণা করেছেন।
ওসমানীনগর নিউজ
হাবিবুর রহমান বাবুল
০১৭১৬৮৪৭৬১৯
০১/১১/২০২৫