
ভোলাহাটে নয়া উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যাণ্ড) যোগদান!! ভূমি অফিসকে দূর্নীতিমূক্ত করার ঘোষণা!!
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন পর হলেও যোগদান করলেন নয়া উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যাণ্ড) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হোসেন। তিনি ভূমি অফিসে যোগদানের পরপরই এ উপজেলাকে জমি সংক্রান্ত বিষয়ে দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে এ পদে যোগদান করেন এবং জনগণের উদ্দ্যেশ্যে এক বার্তায় তিনি এ কথা বলেন।
বার্তায় তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সবাই যেনো নিজেই আবেদন করেন। কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় ও অপ্রয়োজনীয় ভাবে বেশী অর্থ ব্যয় হয়।
তিনি আরো বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।
এম. এস. আই শরীফ
০১৭১৩৭৪৮৫৭৭,০১৭১৬৫৪৫৮৬৯