
ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের আহ্বান ——–তাহসিনা রুশদী লুনা
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে বুরুঙ্গাবাজারের ইকবাল আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তছন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাহিন আহমেদর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, সাবেক জেলা তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাবেক সহ-দপ্তর সম্পাদক ময়নুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আবদুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ওসমানীনগর নিউজ
হাবিবুর রহমান বাবুল ০১৭১৬৮৪৭৬১৯