
লালমাইয়ে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার লালমাই উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক (গাঁজা) সেবনের অপরাধে মানিক বাদশা (১৯) নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।