1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

 

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় ফুলপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের নেতৃত্বে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের আমুয়া কান্দা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার, রুপসী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবনেতা হাসিব আহমেদ, রুপসী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মীর মোজাম্মেল হক, পয়ারী ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল, রুপসী ইউনিয়নের যুবনেতা আমিনুল হক প্রমুখ।

 

এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে নিরলসভাবে লড়াই করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।”

 

তিনি আরও বলেন, “আমি আশা করি মনোনয়ন আমি পাব, কারণ আমি গত ৪৭ বছর ধরে বিএনপির সঙ্গে আছি। দুর্দিনেও দল থেকে সরে যাইনি। তাই মনোনয়ন যদি আমাদের পক্ষে আসে, তাহলে কেউ যেন অতি উৎসাহিত হয়ে আনন্দ-ফূর্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট