1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি সরিষাবাড়ীতে খতমে নবুওয়াত মারকাজের শীতবস্ত্র শতাধিক লেপ বিতরণ, ৩ জনের তওবা ওসমানীনগরে ফসলি জমির মাটি কেটে পরিবেশ ধ্বংস, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয়

সরিষাবাড়ীতে আরুনীর সমর্থকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে আরুনীর সমর্থকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) ধানের শীষ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালিমা তালুকদার আরুনী’র একাধিক সমর্থকের ওপর হামলা, মারধর, ও বসত বাড়িতে চেয়ার-টেবিল ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আতশবাজি ফাটানোর ঘটনা ঘটেছে বলে দলের একটি পক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সোমবার (২৭ অক্টোবর) রাতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।

 

বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবু তালুকদার এর বাড়ী থেকে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়।

 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সুলতান আহমেদ, তারা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আবুল কালাম, মুকুল মিয়া, আনিছ, সুরুজ মিয়া, শাহীন মিয়া, সোহাগ মিয়া সহ আরও অজ্ঞাতনামা অন্তত ১০ জন ব্যক্তি পরিকল্পিতভাবে পৃথক দুটি হামলা চালিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এছাড়া তারা অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুকে হত্যার হুমকি দিয়ে “তার রক্ত দিয়ে গোসল করা হবে” — এমন ভয়াবহ বক্তব্য দিয়েছে অভিযুক্ত আব্দুল খালেক। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

এদিকে পৃথক দুটি হামলা ও হুমকির ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার আবেদন করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

 

জানতে চাইলে ,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরুনীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট