
সরিষাবাড়ীতে আরুনীর সমর্থকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) ধানের শীষ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালিমা তালুকদার আরুনী’র একাধিক সমর্থকের ওপর হামলা, মারধর, ও বসত বাড়িতে চেয়ার-টেবিল ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আতশবাজি ফাটানোর ঘটনা ঘটেছে বলে দলের একটি পক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সোমবার (২৭ অক্টোবর) রাতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।
বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবু তালুকদার এর বাড়ী থেকে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সুলতান আহমেদ, তারা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আবুল কালাম, মুকুল মিয়া, আনিছ, সুরুজ মিয়া, শাহীন মিয়া, সোহাগ মিয়া সহ আরও অজ্ঞাতনামা অন্তত ১০ জন ব্যক্তি পরিকল্পিতভাবে পৃথক দুটি হামলা চালিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া তারা অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুকে হত্যার হুমকি দিয়ে “তার রক্ত দিয়ে গোসল করা হবে” — এমন ভয়াবহ বক্তব্য দিয়েছে অভিযুক্ত আব্দুল খালেক। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগীরা।
এদিকে পৃথক দুটি হামলা ও হুমকির ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার আবেদন করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
জানতে চাইলে ,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরুনীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছন।