
সরিষাবাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতাভাবে অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ির আওনা ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপ-প্রচার করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আওনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা করা হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে স্থানীয় একটি চক্র মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে রটনা ছড়াচ্ছে। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ্জামান সুরুজ সভাপতিত্ব করেন।সভায় বক্তব্য রাখেন, আওনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০- জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্রের অংশ মত্র। একটি বিশেষ মহল পূর্ব পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি নেতা -কর্মীদের।
বক্তারা আরও বলেন, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে, এ দায়ের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এই অপ-প্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।