
গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র।
মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের জালাল মার্কেট সংলগ্ন কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে আবু রায়হানের বাড়িতে আজ ভোররাতে একদল চোর বা ডাকাত প্রবেশ করে। শনিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় তারা কেচি দিয়ে প্রতিটি রুমের তালা কেটে ফেলে। কি কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ভুক্তভোগী আবু রায়হান জানান, রাতের ওই সময়ে বাড়ির এক ভাড়াটিয়া নাইট ডিউটি শেষে ফিরে এসে দেখতে পান—ছাদে একজন, রুমে এক-দুজন এবং বাইরে একজন পাহারা দিচ্ছে। ভাড়াটিয়াকে দেখতে পেয়ে তারা দ্রুত ছাদ দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবু রায়হান বলেন,
“দেশের এমন পরিস্থিতিতে মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়? আমি এলাকার মুরুব্বী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি—যারা এসব ঘটনার সঙ্গে জড়িত বা সহযোগিতা করছে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।”
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের টহল জোরদার করার দাবি জানান।
ভুক্তভোগী: আবু রায়হান
ঠিকানা: গাজীপুর সিটি কর্পোরেশন, ২০ নং ওয়ার্ড, জালাল মার্কেট সংলগ্ন, কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে