
কুমারটুলির মৃৎশিল্পীরা জগদ্ধাত্রী প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত, সময় নাই কথা বলার।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা ,পশ্চিমবঙ্গ,
আজ ২৮শে অক্টোবর মঙ্গলবার, কোথাও কোথাও শুরু হয়ে গেছে আজ থেকে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোর নিয়মেই চলে এই জগদ্ধাত্রী পুজো, তাই উদ্যোক্তারা প্রতিমা নিতে কুমারটুলিতে ভীড় জমিয়েছেন।
অন্যদিকে কুমারটুলির মৃৎশিল্পীরা জগদ্ধাত্রী প্রতিমার কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন, কিছু প্রতিমা কাজ শেষ হলেও , বহু প্রতিমার কাজ এখনো শেষ করতে বাকী রয়েছে, তাহারা আপ্রাণ চেষ্টা করছেন আজ বা কালকের মধ্যেই প্রতিমার কাজ শেষ করবেন এবং উদ্যোক্তাদের হাতে তুলে দেবেন, কোথাও আবার দেখা যায় মৃৎশিল্পীরা সবে খরে মাটি দিচ্ছেন,
কারণ জগধাত্রী পুজো কেউ দুর্গা পুজোর নিয়ম মেনে চার দিন ধরে করেন, আবার কেউ দুদিনে পুজো শেষ করেন।, তাই মৃৎশিল্পীরা যে সকল উদ্যোক্তাদের পুজো চার দিন ধরে চলে, তাহাদের প্রতিমা গুলি কাজ মোটামুটি ভাবে শেষ করেছেন, কারণ কোন কোন উদ্যোক্তা প্রতিমা নিয়ে যাওয়ার পর প্যান্ডেলের কাজ শেষ করবেন, অনেক বাড়ির উদ্যোক্তাদেরও আসতে দেখা গেলো, তাহারা ছোট ছোট প্রতিমা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন এমনই চিত্র ফুটে উঠলো।
তবে দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজো না হলেও, মৃৎশিল্পীরা বলেন, আগের থেকে অনেক বেশি জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে, এবারে অনেক নতুন নতুন উদ্যোক্তা এবারে প্রতিমার অর্ডার দিয়েছেন, আমরা অন্য বারের তুলনায় বেশি অর্ডার পেয়েছি।
বাঙ্গালীদের দুর্গাপূজো, কালীপুজোর পর শুরু হয়ে গেল এই জগদ্ধাত্রী পুজো,
জগদ্ধাত্রী প্রতিমার দাম, মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে শুরু , এরপর উদ্যোক্তাদের বাজেট অনুপাতে প্রতিমা তৈরি করা হয়।