1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

কড়া পুলিশি পাহাড়ায় ঘাটে ঘাটে পালিত হল, বিহারী সম্প্রদায়ের “ছট উৎসব ২০২৫”।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কড়া পুলিশি পাহাড়ায় ঘাটে ঘাটে পালিত হল, বিহারী সম্প্রদায়ের “ছট উৎসব ২০২৫”।

 

 

আজ ২৭শে অক্টোবর সোমবার, বিহারী সম্প্রদায় মানুষের বড় উৎসব ছট পুজো। তাই কলকাতার বিভিন্ন ঘাটে কড়া পুলিশি পাহারায় পালিত হচ্ছে ছট পুজো ২০২৫।

 

সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়, এমনকি ঘাটের বেশ কয়েকটি জায়গায় সমাজ সেবীরা মঞ্চ করে, অনুষ্ঠানের মধ্য দিয়ে, ছট পূজো উপলক্ষে বিভিন্ন উপকরণ আগত দর্শনার্থীদের হাতে তুলে দেন, এমনকি সবার জন্য বিভিন্ন জল থেকে শুরু করে দুধ, লস্যি পর্যন্ত আয়োজন করে রাখেন, এবং সেগুলিও আগত দর্শনার্থীদের হাতে তুলে দিতে দেখা যায়। সবার জন্য ছট পুজোর শুভেচ্ছা বার্তা দিতে থাকেন।

 

ছট পুজোতে বউ বিহারী সম্প্রদায়ের মানুষ মানত করে থাকেন, ঘাটে পুজো দিতে আসা দর্শনার্থীরা সারা রাস্তায় গণ্ডি কাটতে কাটতে ঘাটে পৌঁছান,

আজ ও কাল বিহারী সম্প্রদায় ছট পুজো, বাঙ্গালীদের যেমন বড় উৎসব দুর্গাপুজোতে দূর দুরান্ত থেকে আত্মীয়-স্বজন আসেন, তেমনি দেখা গেল বিহারী সম্প্রদায়ের এই উৎসবে বহু আত্মীয়-স্বজনকে আস্তে।

 

শুধু তাই নয়, বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপূজো কালীপুজোয় যেমন ধাম করে মাকে বিসর্জন দেয়া হয়, তেমনি বিহারী

সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন রকম বাদ্যি বাজনা সহকারে ঘাটে পুজো দিতে আসছেন। এবং কয়েকশো ঘাটে ভিড় করেছেন এবং পুজো দিচ্ছেন। স্নান করে সূর্যদেবতাকে প্রণাম করতে দেখা যায়। এমনকি কলাকাঁদি স্নান করিয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে প্রণাম করতেও দেখা যায়। নিষ্ঠা ও ভক্তিভরে তারা পুজো দিচ্ছেন।।

 

দুপুর গড়িয়ে বিকেলে যে হারে ভীর হচ্ছিল, সন্ধ্যা নামার সাথে সাথে ঘাটে ঘাটে জনসমুদ্রে পরিণত হয়েছে, ওদের মধ্যে একটা আলাদা উল্লাস দেখা গেছে,

 

সন্ধ্যা নামার সাথে সাথে, পুলিশের তৎপরতা আরো বেশি দেখা গেলো,, ঘাটের চতুর্দিকে পুলিশি পাহারা ছাড়াও, ঘাট থেকে কিছুটা দূরে নৌকায় নৌকায় অফিসারদের নজর রাখতে দেখা যায়, এবং মাইকিং করে বারবার জানিয়ে দিচ্ছেন কেউ দূরে নামবেন না। এমনকি কোন বাচ্চাকে জলের ধারে নিয়ে আসবেন না। শান্তিপূর্ণ বজায় রাখুন, পুজো দেওয়া হয়ে গেলে অন্যকে সুযোগ করে দিন।

 

ছট পুজো উৎসবে মঞ্চে উপস্থিত ছিলেন , সমাজসেবী রাহুল সিনহা, তিনিও ছট পুজো যাত্রীদের শুভেচ্ছা বার্তা জানান, এবং এই ছট পুজো উপলক্ষে দু একটি কথা তুলে ধরেন,

 

ছট পুজো যাত্রীরা বলেন, আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যাহার উদ্যোগে আমাদের ছট পুজো আলোকিত হয়ে উঠেছে, যিনি আমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করেন। কৃতজ্ঞতা জানাবো প্রশাসনকে ও পৌরসভাকে, যাহাদের সহযোগিতায় প্রতিটি ঘাটে সুন্দর আয়োজন। এবং ছট পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট