
ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি”র জুন প্রধান আব্দুল মুমিনকে সংবর্ধনা
শরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাণ কেন্দ্র মিনি শহর গোয়ালাবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অফিসের জুন প্রধান আব্দুল মুমিনের ডুবাই সফর শেষে অফিসে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় অফিস প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসের সহকারী জুন প্রধান জাবিরুন নেছা, তাজ পুর ও দয়ামীর সাংগঠনিক অফিসের ইনচার্জ ও সহকারী জুন প্রধান সুমা বেগম, আলা মিয়া সহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আব্দুল মুমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশ সফর শেষে জুন প্রধান আব্দুল মুমিনের কর্মস্থলে যোগদান অফিসের সকলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর নেতৃত্বে ৪১ বছর সাফল্যের সাথে এগিয়ে যাওয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ওসমানীনগর শাখা আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে সকল কর্মীদের হাতে ডুবাই থেকে আনা চকলেট তুলে দেন জুন প্রধান আব্দুল মুমিন।