1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২ শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

জামায়াত ইসলামী এমপি প্রার্থী কর্তৃক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করায় ব্যাপক সমালোচনার ঝড়

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামী এমপি প্রার্থী কর্তৃক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করায় ব্যাপক সমালোচনার ঝড়

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল প্রয়াত আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন। গত বুধবার (২২ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনা স্থানীয় সচেতন মহলের মাঝে নানা আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর এক নেতা গত বুধবার (২২ অক্টোবর) উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় গণসংযোগ কালে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর পিতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার এর কবর জিয়ারত করেন।

 

এসময় জামায়াত নেতা আব্দুল আওয়াল প্রয়াত আওয়ামীলীগ নেতার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়টি স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে পড়লে নানা সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটি কে নির্বাচনী কৌশল হিসেবে বিবেচনা করছেন। এদিকে আবার কেউ কেউ এটিকে সামাজিক সৌজন্যতা বলেও মন্তব্য করছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, “জামায়াত ইসলামীর প্রার্থীর এমন উদ্যোগ আমাদের অবাক করেছে। তবে তিনি এলাকায় বেশ সৌজন্যপূর্ণ আচরণ করছেন, এটিই হয়তো তার উল্লেখযোগ্য আচরণ।”

 

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, “আমি গত বুধবার এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে প্রয়াত আওয়ামী লীগ নেতার কবর সামনে পড়ে। তাই সিনিয়র অ্যাডভোকেট মতিয়ার রহমান আমার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন; আমি তার চেম্বারে দুই-তিন বছর ছিলাম। তিনি জেলা বার সমিতির সাবেক সভাপতি ছিলেন। সে হিসাবে আমি তার কবর জিয়ারত করেছি। কিন্তু বিষয়টি যেভাবে নেওয়া হয়েছে, আসলে সে রকম নয়।”

 

উল্লেখ্য, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর পিতা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট