1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পা ভাঙ্গার প্রতিজ্ঞা, গণধোলাইয়ের ইশারা, শ্রীপুরের রহস্যময় রাস্তা এবং এক সাংবাদিকের আতঙ্ক শ্রীপুরে ছিনতাই মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় পটিয়া শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রেজাউল করিম নেছার      গফরগাঁওয়ের দাখিল মাদ্রাসার অবঃ সুপার মাওঃ হাজী মোঃকাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন  ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পর্যটকদের রাত্রিযাপনের দুশ্চিন্তা দূর করতে তেঁতুলিয়া প্রশাসনের ভিন্ন উদ্যোগ ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান তেঁতুলিয়ায় বোয়ালমারিতে  শিয়ালের সাথে ধাক্কা খেয়ে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু ময়মনসিংহে র‌্যাব-১৪’র হানা, ১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

পর্যটকদের রাত্রিযাপনের দুশ্চিন্তা দূর করতে তেঁতুলিয়া প্রশাসনের ভিন্ন উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

পর্যটকদের রাত্রিযাপনের দুশ্চিন্তা দূর করতে তেঁতুলিয়া প্রশাসনের ভিন্ন উদ্যোগ

 

 

পঞ্চগড় প্রতিনিধি:

দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে পর্যটক ও ভ্রমণপিপাসুদের পদচারণা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সীমান্ত উপজেলা এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট এবং নির্মল আকাশে ভেসে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে প্রতি দিনই ভিড় জমাচ্ছেন দেশজুড়ে আসা পর্যটকরা।

 

তবে দীর্ঘদিন ধরেই তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি সমস্যা ছিল রাত্রিযাপন ও আবাসন সংকট। পর্যাপ্ত হোটেল-রিসোর্ট না থাকা, অনলাইনে তথ্য না পাওয়া এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেকেই ভোগান্তিতে পড়তেন। কিন্তু এবার এই দুশ্চিন্তা কাটাতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ।

 

পর্যটকরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে পছন্দের হোটেল বুক করতে পারবেন। এমনই সুযোগ করে দেওয়া হয়েছে নতুন একটি সরকারি ওয়েবসাইটে: https://tetuliahotels.gov.bd

 

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাইলটিং হিসেবে নির্মিত এই ওয়েবসাইটের মাধ্যমে তেঁতুলিয়ার সব আবাসিক হোটেল, রিসোর্ট এবং কমিউনিটি ট্যুরিজম প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে এ প্ল্যাটফর্মেই। তেঁতুলিয়া উপজেলার সকল আবাসিক হোটেল মালিক,পরিচালক ও তত্ত্বাবধানকারীগণ উক্ত ওয়েবসাইটে অন্তর্ভূক্তির জন্য আগামী ২২ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটের ‘হোটেল রেজিস্ট্রেশন’ মেন্যুতে প্রবেশ করে নিজেদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

 

 

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সিফাত হাসান বলেন,তেঁতুলিয়া ঘুরতে আসার আগে হোটেল খোঁজা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়তে হয়। এবার অনলাইনে বুক করতে পারলে সময় ও ঝামেলা দুটোই কমবে।

 

একই অভিজ্ঞতার কথা জানালেন পর্যটক সালমা আক্তার। তিনি বলেন,আমরা সাধারণত পরিবার নিয়ে আসি। আগে আবাসনের অনিশ্চয়তায় শেষ মুহূর্তে দুশ্চিন্তা হতো। এখন অনলাইন ব্যবস্থায় আসা যেন আরও স্বস্তির। আমরা আশা করি এই এলাকার পর্যটন আরও এগিয়ে যাবে তার জন্য সংশ্লিষ্টরা এমন উদ্যােগ নেবেন।

 

এদিকে স্থানীয় পর্যটন সংগঠন নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম-এর পরিচালক এম মোবারক হোসাইন বলেন,উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এতদিন পর্যটকদের রাত্রিযাপনের জন্য বেশ কষ্ট করতে হতো। এখন অনলাইনে বুকিংয়ের সুযোগ থাকায় তাদের ভ্রমণ আরও সহজ হবে।

 

এই নতুন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন,তেঁতুলিয়া এখন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। কিন্তু পর্যাপ্ত তথ্য ও আবাসন ব্যবস্থার ঘাটতির কারণে পর্যটকরা ভোগান্তিতে পড়তেন। এই অনলাইন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে। পর্যটকরা আগেই বুকিং দিতে পারবেন,আবার স্থানীয় ব্যবসায়ীরাও এতে উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট